কসবায় ফের ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

MSTV MSTV

BD

প্রকাশিত: ৩:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ২৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের কসবা টু সয়দাবাদ সড়কের হাজিপুর এলাকায় কসবা থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিকেও জব্দ করা হয়।

 

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) জানান, ২৫ কেজি গাঁজাসহ কামাল (৪০), মোঃ আলমগীর (১৯), কবির হোসেন নামক ৩ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা প্রক্রিয়াধীন।