কক্সবাজারের পেকুয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

MSTV MSTV

BD

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে ।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা সদরের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে অর্ধশত লোকের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে নির্বাচনবিরোধী মিছিল করে। এসময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা করেন অস্ত্রধারীরা। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। এসময় পাঁচজন গুলিবিদ্ধ হন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান বলেন, গুলিবিদ্ধদের মধ্যে জয়নাল ও রিফাত নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে পুলিশের ওপর হামলা করেন। পুলিশ আত্মরক্ষার জন্য ফাঁকা গুলি ছোড়ে।