দেশের ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা নির্বাচন কমিশনে

MSTV MSTV

BD

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষে সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে।

 

বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। নির্বাচন কমিশন কার্যালয়ের সূত্রে বরাতে এ তথ্যটি জানা গেছে।

 

এর আগে গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।