শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা

MSTV MSTV

BD

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪

এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেন শিক্ষার্থীরা৷ দুই ঘণ্টার বেশি সময় ধরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

বিকেল ৫টার দিকে আবারও সায়েন্সল্যাব মোড়ের দিকে চলে যান শিক্ষার্থীরা।