বিএনপি জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী MSTV MSTV BD প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩ বিএনপি জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সেজন্যই ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে যেই উন্নতি হয়েছে, সেই উন্নতি যদি অব্যাহত রাখতে চান তাহলে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিতে হবে। এই বিএনপি জামাতের ষড়যন্ত্র থেকে যদি মুক্তি পেতে চান, এবং এ ষড়যন্ত্রকে যদি প্রতিহত করতে চান, এই ষড়যন্ত্রকে যদি শেষ করতে চান, তাহলে ৭ জানুয়ারি ২০২৪ সালে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে অর্থাৎ আনিসুল হক আপনাদের সন্তানকে জয়ী করতে হবে। এছাড়াও এ সময় মন্ত্রী বিএনপি জামাতের সমালোচনা করে আরও বলেন, আপনারা জানেন তারা বহু মানুষের লাশের উপর রাজনীতি করে, আমরা করি উন্নয়নের উপর রাজনীতি, তারা করে লাশের উপর রাজনীতি। তারা আইন-শৃঙ্খলা মানে না, তাদের মানুষের জীবনের প্রতি নাই কোন শ্রদ্ধা। উক্ত নির্বাচনী গণ সমাবেশে কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকতিয়ার আলম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান স্বপন, কাজী আজাহারুল ইসলাম, পৌর মেয়র গোলাম হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল ,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন প্রমুখ। এছাড়াও এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে নির্বাচনী গণ সমাবেশটি জনসমুদ্রের পরিণত হয়। SHARES জাতীয় বিষয়: আইনমন্ত্রীজামাতনির্বাচনবিএনপিরাজনীতিষড়যন্ত্র