১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
কসবায় অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের দক্ষিণপাড়ায় নূরে মদিনা জামে মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক পক্ষের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দুলাল মিয়ার সঙ্গে জয়দুল হোসেনদের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে মামলা অবস্থায় ছিল। সম্প্রতি আদালতের রায় জয়দুলদের পক্ষে আসার পর তারা মসজিদের জন্য অজুখানা নির্মাণের উদ্যোগ নেন।
আহতদের ভাই জয়দুল হোসেন জানান, “দুলাল মিয়া থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এরপর দুলাল মিয়ার ছেলেরা পুলিশের সামনেই দেশীয় অস্ত্র নিয়ে আমার তিন ভাইয়ের ওপর হামলা চালায়।”
আহত তিন ভাই হলেন— জাহাঙ্গীর আলম (৫৫), ফজলু মিয়া (৫০) ও অবসরপ্রাপ্ত বিজিবি নায়েক সুবেদার সাইদুর রহমান (৬০)। তাদের মধ্যে জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই ভাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে দুলাল মিয়া পাল্টা অভিযোগ করে জানান,
“অজুখানা নির্মাণের জায়গা নিয়ে আগে থেকেই বিরোধ রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় তারা জোরপূর্বক সেখানে কাজ শুরু করে। আমি পুলিশে অভিযোগ করি এবং পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। তখন তারাই আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছে। পরে আত্মরক্ষার্থে আমাদের লোকজন প্রতিরোধ করে।”
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের এম এস টিভিকে বলেন,
“অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনায় উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছে এবং একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”