১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবার নয়নপুর বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান সিমরান ফার্নিচার গ্যালারী পা দিল সফলতার ১২ বছরে। এ উপলক্ষে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে পুরো এক মাসব্যাপী বিশেষ অফার সকল ফার্নিচার ও আসবাবপত্রে ১০% মূল্যছাড়!
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এক ঘোষণায় এই তথ্য জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ জুয়েল রানা। তিনি বলেন, “আমাদের সিমরান ফার্নিচার গ্যালারীর প্রতিটি পণ্য ইউনিক ডিজাইন ও টেকসই মানের। আমরা কখনোই এর আগে এমন অফার ঘোষণা করিনি। গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের কারণেই আমরা আজ ১২ বছর পেরিয়ে এসেছি — এই আনন্দই আমরা সবাইকে সঙ্গে নিয়ে ভাগ করে নিতে চাই।”
জানা যায়, এই অফারটি আগামী ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।
গ্রাহকরা এখন সিমরান ফার্নিচার গ্যালারীতে এসে তাদের পছন্দের সোফা সেট, ডাইনিং টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, অফিস চেয়ারসহ সব আসবাবপত্রে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়ের সুযোগ।
স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, নয়নপুর বাজারে এমন মানসম্মত ও দৃষ্টিনন্দন আসবাবপত্রের বিশাল সংগ্রহ একমাত্র সিমরান ফার্নিচার গ্যালারীতেই পাওয়া যায়। ফলে ১২ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এই বিশেষ ছাড় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এখানে অভিজ্ঞ ও দক্ষ মিস্ত্রিদের মাধ্যমে
সব ধরনের ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়।
বেড, আলমারি, সোফা, ড্রেসিং টেবিলসহ
আপনার পছন্দের ডিজাইনে অর্ডার নেওয়া হয়।
ঠিকানা: নয়নপুর পূর্ব বাজার, শহীদ মিনার রোড, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগ:
01858-692289
01749-780082
প্রোঃ মোঃ জুয়েল রানা