১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
কসবায় প্রবাসী দুই ভাইয়ের স্বপ্নের বাড়ি ও বাগান মা-বাবার স্মৃতিতে সাজানো সেই ঠিকানা।
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ব্রাহ্মণমোড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুই ভাই মানিক মিয়া ও মাসুম মিয়া, তাদের প্রয়াত মা-বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন বাড়ি ও সবুজ বাগান।
তাদের বাবা আবু সায়েদ মিয়া, গ্রামে ছিলেন একজন সম্মানিত মানুষ। জীবদ্দশায় তিনি ছেলেদের উন্নতি দেখে গিয়েছেন, কিন্তু দুঃখের বিষয়—তাদের মা এই স্বপ্নপূরণের আনন্দ দেখে যেতে পারেননি।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, লাল মাটির এলাকায় চিরসবুজ বৃক্ষের ছায়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক মনোমুগ্ধকর বাড়ি। চারপাশে নীরব শান্ত পরিবেশ, পাখির কলতান আর বাতাসে দোলে সুগন্ধি ফুলের গাছ। বাড়ির চারপাশজুড়ে ফলের বাগান—আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমলকি, লেবু সহ নানা জাতের ফলগাছের সমাহার যেন প্রবাসী দুই ভাইয়ের পরিশ্রম ও মায়ের প্রতি শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছে।
কথা হলে ছোট ভাই মাসুম মিয়া বলেন, “আমাদের মা-বাবার অনেক স্বপ্ন ছিল—একটা সুন্দর বাড়ি, চারপাশে গাছপালা, যেখানে সবাই এসে বসতে পারবে। মা জীবিত থাকতে এই স্বপ্ন পূরণ দেখে যেতে পারেননি, কিন্তু আমরা তাঁর ভালোবাসার স্মৃতিকে ঘিরেই এই বাড়ি ও বাগান তৈরি করেছি। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি গাছেই আমাদের মায়ের স্মৃতি লুকিয়ে আছে।”
গ্রামের মানুষদের মতে, এই দৃষ্টিনন্দন বাড়িটি শুধু পরিবারের নয়, বরং পুরো এলাকার গর্বের প্রতীক হয়ে উঠেছে।