১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি খেয়ে পাঁচজন অসুস্থ: রংধনু বেকারিকে জরিমানা ও সিলগালা
এমএস টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটকে ৪০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করেছে প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে দেখা যায়, বেকারিটিতে অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। খাদ্যদ্রব্যগুলো খোলা ও অরক্ষিত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া মিষ্টির শিরায় মৃত তেলাপোকা পাওয়া যায়। কর্মীদেরও কোনো ড্রেস কোড বা স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি।
এমন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,> “জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”