কসবায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রিফাত অপহৃত, দুই দিনেও মেলেনি সন্ধান
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর গ্রামের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রিফাতকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার দুই দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার কায়েমপুর গ্রামের কুড়ের পাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবক রিফাতকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল সংলগ্ন একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে—দুই যুবক রিফাতকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে দ্রুত এলাকা ত্যাগ করছে। এরপর থেকেই রিফাতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
জানা যায়, রিফাত কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং কায়েমপুর গ্রামের মাহবুবুর রহমানের দ্বিতীয় ছেলে।
এ ঘটনার পর থেকেই পরিবার ও এলাকাবাসী উদ্বেগে রাত কাটাচ্ছেন। তারা দ্রুত রিফাতের সন্ধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, “ঘটনাটি খুবই রহস্যজনক। সিসিটিভি ফুটেজে দেখা দুই যুবককে শনাক্ত করতে পারলেই রিফাতের সন্ধান পাওয়া সহজ হবে বলে আমরা মনে করি।”
এদিকে, নিখোঁজ রিফাতের চাচা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন,“আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি, কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাতকে পাওয়া গেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে—তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের বলেন “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অন্যান্য সূত্র ধরে দ্রুত রিফাতের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।”
