Breaking News :

" target="_blank">

ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়, মিচেল স্যান্টনারের লড়াই ব্যর্থ

স্পোর্টস ডেস্ক: অকল্যান্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়ে সিরিজে ১–০ তে এগিয়ে গেল।

অস্ট্রেলিয়ার পর এবার নিজেদের মাঠে খেলতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৬৪ রান। দলের পক্ষে শাই হোপ খেলেন ৫৩ রানের দারুণ ইনিংস, আর রোভম্যান পাওয়েল যোগ করেন ৩৫ রান।

টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়। তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান মিচেল স্যান্টনার, যিনি মাত্র ২৮ বলেই করেন ৫৫ রান। কিন্তু দলের অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় জয় ধরা দেয়নি কিউইদের হাতে।

বোলারদের মধ্যে রস্টন চেজ ও জেডেন সিলস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের মূল কারিগর। তারা দু’জনেই ৩টি করে উইকেট শিকার করেন। শেষ ওভারে ১৫ রান দরকার থাকলেও ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ড থেমে যায় ৯ উইকেটে ১৫৭ রানে।

এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ শুধু সিরিজে এগিয়ে গেল না, বরং বিদেশের মাটিতে নিজেদের টি-টোয়েন্টি শক্তি আবারও প্রমাণ করল।

ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেন, “আমরা জানতাম, অকল্যান্ডে ম্যাচটা সহজ হবে না। কিন্তু বোলাররা যেভাবে শেষের দিকে নিয়ন্ত্রণ রেখেছে, সেটিই জয় এনে দিয়েছে।”

 

অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন“শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা আমাদের ম্যাচ থেকে দূরে ঠেলে দিয়েছে।”