ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পেলেন মুশফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মুশফিকুর রহমান, যিনি এই আসনের সাবেক সংসদ সদস্য।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মুশফিকুর রহমান এর আগেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবারও জনগণের সমর্থন প্রত্যাশা করছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়তেই কসবা ও আখাউড়া জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
