কসবায় রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। এ সময় স্টেশনে উপস্থিত বিভিন্ন যাত্রীর টিকিট পরীক্ষা করা হয়। যাত্রীর নামে থাকা টিকিটকেই বৈধ হিসেবে গণ্য করা হয় বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম আরও জানান, রেল টিকিট কালোবাজারি রোধে এ ধরনের জনহিতকর অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। যাত্রীদের সুবিধা ও ন্যায্য টিকিট প্রাপ্তি নিশ্চিত করতেই প্রশাসনের এই উদ্যোগ।
