বাংলার কাঁচা বাদাম এবার দক্ষিণ আফ্রিকায়
বাংলার কাঁচা বাদাম এবার পৌঁছে গেলো দক্ষিণ আফ্রিকায়। শুধু গেলোই না, সেদেশেও রীতিমতো ভাইরাল হলেন বীরভূমের বাদাম বিক্রেতা ও গায়ক ভুবন বাদ্যকর।
জনপ্রিয় আফ্রিকান সঙ্গীত পরিচালক ডেভিড স্কট ওরফে ‘দ্য কিফনেস’ তৈরি করলেন ‘কাঁচা বাদাম’ গানের রিমিক্স। বাংলার এই ভাইরাল গানে ঢুকে পড়লো পাশ্চাত্য গানের সুর। এই ফিউশনই এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।...