কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ৭ দিনের কারাদণ্ড
কুড়িগ্রামের রৌমারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে মো সাদ্দাম হোসেন (৩৮) নামে এক মাংস বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সায়দাবাদ বাজারে ওই মাংস বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন যাদুর চর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা মো আমানুর রহমান বলেন, সকালে মাংস কিনতে এসে দেখি গরুর মাংসের রঙ একেবারে পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেছে। সেইসঙ্গে ওষুধের দুর্গন্ধ বের হয়েছে। এমন অবস্থায় প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন এসে পরীক্ষার-নীরিক্ষা করে জাহাঙ্গীর কসাইকে জেল...