বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪
ময়মনসিংহে বালুবাহী ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশের বরাতে জানা যায়, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনের রেলক্রসিং এলাকায় একটি ট্রাক রেললাইনের ওপরে উঠে যায়। একই সময় চলে আসে বলাকা কমিউটার ট্রেন। ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ায় তিনটি মরদেহ ট্রেনের ইঞ্জিনের সামনে সামনে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কাটার দিয়ে কেটে দুই...
2 Years Ago
10 Views
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মালবাহী একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে এগারো সিন্ধুর ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি ইঞ্জিন। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিক ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনাকবলিত...
2 Years Ago
11 Views
অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীবাহী ট্রেন
বগুড়ার আদমদীঘিতে রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পেয়ে এক যুবক তাৎক্ষণিকভাবে সেখানে লাল কাপড় টাঙিয়ে দেয়। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেনটি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর এলাকায় পৌঁছলে লাল কাপড় দেখে থেমে যায়। এরপর সেখানে প্রায় ৩০ মিনিট মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।...