Breaking News :

" target="_blank">
  1. Home
  2. Tag

Tag query for: “ধ্বংসস্ত”

তুরস্ক-সিরিয়ায় চারদিকে লাশের গন্ধ ,নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীনভাবে এখনো চলছে উদ্ধার অভিযান। মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা। ঘটনার স্থল থেকে আল-জাজিরার এক প্রতিবেদকের দেওয়া তথ্যের বরাতে এমনটাই জানা গেছে। তিনি জানান,চারদিক থেকে আমরা লাশের গন্ধ অনুভব করতে পারছি। আমরা এখানো অনেকের মরদেহ বের করে নিয়ে আসতে দেখছি। তাছাড়া এখনো বহু মানুষ নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে আসছে বলেও জানান তিনি। এদিকে ভূমিকম্পের পাঁচদিন পর তুরস্কে ধ্বসংস্তূপ থেকে দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ভবন থেকে তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে,...
  • 3 Years Ago
  • 21 Views