এই রেফারি ম্যাচ পরিচালনার যোগ্য না, বললেন ক্ষুব্ধ মেসি
স্প্যানিশ রেফারি অ্যান্তোনিও মাতিও লাহোজ কী কাণ্ডটাই করলেন আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে!একটু কিছু হলেই কোনো কথা নেই, পকেট থেকে বের করে ফেলছিলেন কার্ড।
কাকে কার্ড দিতে বাদ রেখেছেন মাতিও? মাঠের খেলোয়াড়ের সঙ্গে কোচ, সাইড বেঞ্চের খেলোয়াড়, এমনকি পেনাল্টি করতে আসা ফুটবলারকেও হলুদ রঙয়ের কার্ড দেখাতে...