কসবার সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় ৬০ বিজিবির একটি বিশেষ অভিযানিক দল এই পণ্যগুলো জব্দ করেন।
বিজিবি সুত্রে জানা যায়, জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি ও চশমা। এর মধ্যে জব্দকৃত শাড়ির বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা, আর চশমার মূল্য ১ কোটি টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো জিয়াউর রহমান বলেন,...
1 Weeks Ago
45 Views
বিজিবি অভিযানে দেড় হাজার কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ
গেল ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৫৬৫ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ বিষয়টি জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
এ সময় তিনি জানান, ২০২২ সালে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭ কেজি ৬৯০ গ্রাম ক্রিস্টাল মেথ...