Breaking News :

" target="_blank">
  1. Home
  2. Tag

Tag query for: “মরন যাত্রা”

বিএনপির পদযাত্রা নয় মরণযাত্রা শুরু হয়ে গেছে: ওবায়দুল কাদের বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি একতরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। সময় মত ডাক দিলে নেতাকর্মীদের চলে আসার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুড়ির ঐক্যজোট। জগাখিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না দাবি করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি...
  • 3 Years Ago
  • 13 Views