রাজনীতিবিদকে জরিয়ে অপমানজনক পোস্ট ফেসবুকে : অভিনেত্রী গ্রেফতার
ভারতের মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল। তিনি মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিবিদ শারদ পাওয়ারকে নিয়ে সামাজিক মাধ্যমে ফেসবুকে অপমানজনক পোস্ট করে। তাই অভিনেত্রী কেতকী চিতাল গ্রেফতার হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে জানা যায়, নাভি মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী কেতকী চিতালকে। তিনি সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্টের জন্য পরিচিত। ২০২০ সালের মার্চ মাসে তিনি মুসলিম, পার্সি, জৈন, খ্রিস্টান ও বৌদ্ধদের সম্পর্কে মন্তব্য করে একটি পোস্ট করেছিলেন।...