বিএনপি জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
বিএনপি জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সেজন্যই ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে যেই উন্নতি হয়েছে, সেই উন্নতি যদি অব্যাহত রাখতে চান তাহলে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিতে হবে। এই বিএনপি জামাতের ষড়যন্ত্র থেকে যদি মুক্তি পেতে চান, এবং এ ষড়যন্ত্রকে যদি প্রতিহত করতে চান, এই ষড়যন্ত্রকে যদি শেষ করতে চান, তাহলে...