কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত : বিক্ষোভ
কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ছনকান্দা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়।
অপরদিকে বেলা ১১টার দিকে জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে।
নিহত তিনজন হলো- কটিয়াদী উপজেলার মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর (১৩) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র মো জুনায়েদ (১২)। তাদের মধ্যে আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে...