Breaking News :

" target="_blank">
  1. Home
  2. Tag

Tag query for: “সিমরান ফার্নিচার”

১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবার নয়নপুর বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান সিমরান ফার্নিচার গ্যালারী পা দিল সফলতার ১২ বছরে। এ উপলক্ষে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে পুরো এক মাসব্যাপী বিশেষ অফার সকল ফার্নিচার ও আসবাবপত্রে ১০% মূল্যছাড়! মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে এক ঘোষণায় এই তথ্য জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ জুয়েল রানা। তিনি বলেন, “আমাদের সিমরান ফার্নিচার গ্যালারীর প্রতিটি পণ্য ইউনিক ডিজাইন ও টেকসই মানের। আমরা কখনোই এর আগে এমন অফার ঘোষণা করিনি। গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসের কারণেই আমরা আজ ১২ বছর পেরিয়ে এসেছি — এই আনন্দই আমরা সবাইকে সঙ্গে নিয়ে ভাগ করে নিতে চাই।” জানা যায়, এই অফারটি আগামী ২০ নভেম্বর রাত...
  • 11 Hours Ago
  • 59 Views