কসবায় অটো রিকশা চাপায় শিশুর মৃত্যু: বিক্ষোভে সড়ক অবরোধ

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকার নয়নপুর টু কোল্লাপাথর সড়কের ফকির আবু তাহেরের বাড়ির সামনে ব্যাটারি চালিত অটো রিকশা চাপায় জুনাইদ (৬) নামক এক শিশুর মৃত্যুু হয়েছে। শিশু জুনাইদ কৈখলা গ্রামের জসিম মাস্টারের ছেলে।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর নিহত জুনাইদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার আকাশ বাতাস, বিক্ষোভের নয়নপুর টু কোল্লাপাথর সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একমাত্র সন্তান শিশু জুনাইদকে হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন জসিম মাস্টার ও পরিবার, জসিম মাষ্টার রাবিয়া মান্নান ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র সন্তান জুনাইদের কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছেন পিতা জসিম মাস্টার, এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে এমএস টিভিকে জানান, সৃষ্টিকর্তা যেন আমার একমাত্র ছেলে জুনাইদ কে জান্নাতবাসী করেন, আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আমার কলিজার টুকরা ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, এখন মামলা মোকদ্দমা দিয়ে কি আর করবো,আমিতো আমার ছেলেকে আর ফিরে পাবো না।

তিনি আরও বলেন,গতকাল (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আমার সন্তানকে দাফন করি, এর পূর্বে যেই ব্যাটারি চালিত অটো রিকশাটির চাপায় আমার সন্তান নির্মমভাবে নিহত হয়েছিল,সেই অটো রিকশা ও তার চালক সোহেল মিয়াকে আমরা ক্ষমা করে ছেড়ে দেই, আমি জানতে পারি ঐ অটো রিকশা চালক অত্যন্ত গরীব মানুষ, তার আয় রোজগার দিয়ে তার পরিবার চলে, তাকে পুলিশে দিলে তার পরিবারটি নিঃস্ব হয়ে যাবে,যেহেতু আমার সন্তানকে আর ফিরে পাবো না যেহেতু কাউকে হয়রানি ও করতে চাইনা।

এদিকে নিহত শিশু জুনাইদের দাফনের পর পরই নয়নপুর টু কোল্লাপাথর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে কথা হয় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা পিপিএম-সেবার সঙ্গে, তিনি বলেন,দুর্ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা ঐ অটো রিকশা ও তার চালককে ছেড়ে দেন,এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।