ময়মনসিংহে বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে বিক লট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, জিরোপয়েন্ট এলাকায় একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। বিকেলে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের বাসা ট্রাকে ধাক্কা দিলে বাস-ট্রাক দুটোই উল্টে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।