ব্রাহ্মণবাড়িয়ায় ৪শত টাকার জন্য ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডায় রোমান (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বন্ধু।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রোমান অটোরিকশার চালানোর পাশাপাশি কসাইয়ের কাজ করতেন। তার সঙ্গে বন্ধুত্ব ছিল একই এলাকার আরেক রিকশাচালক হোসাইন মিয়ার। হোসাইন একই এলাকার শিশু মিয়ার ছেলে। দুজনই বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে কসাইয়ের কাজ করতে যান। সেই কাজের ৪শত টাকা হোসাইন পাওনা ছিলেন রোমানের কাছে।

এ নিয়ে শুক্রবার রাতে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে হোসাইন স্থায়ী একটি চায়ের দোকানে রোমানকে পেয়ে ছুরিকাঘাত করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় হোসাইন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।