Breaking News :

" target="_blank">

কবরস্থানের রাস্তা দেওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় কবরস্থানের রাস্তা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামে স্থানীয় সাধুবাড়ির গোষ্ঠীর সাইফুলের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিম বিরোধ ছিল। সম্প্রতি করবস্থানের পাশে রাস্তা দেওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়ে যায়। এনিয়ে সোমবার (২৭ ডিসেম্বর) তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে সাইফুল ও ইব্রাহিমের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।