কসবায় চেয়ারম্যানের পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের জয়দেবপুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে ঐ এলাকার বিল্লাল হোসেন (সাবেক চেয়ারম্যান) এর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা (পিপিএম-সেবা) এমএসটিভি কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ, প্রাথমিকভাবে মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে ‌,মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি বলেও জানান ওসি।