পুলিশের বাধা সত্বেও ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করছে বিএনপি বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২২ পুলিশের বাধা সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করছে বিএনপি। এরই মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করায় শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে এ সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এর আগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দেয় পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ তাকে ছেড়ে দিলে সমাবেশে যোগ দেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রুমিন ফারহানার গাড়ি আটক করা হয়নি। তার সঙ্গে আমরা কথা বলছি। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় এ নিষেধাজ্ঞা চলবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে খবর নিয়ে জানা যায়, গত ২২ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের তারিখ নির্ধারিত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অজুহাতে এ সমাবেশ স্থগিত করা হয়। পরে ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করার তারিখ নির্ধারণ করে জেলা বিএনপি। স্থানীয় ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে মাঠে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সমাবেশের স্থান হিসেবে উল্লেখ করে আবেদন করে বিএনপি। এদিকে একই জায়গায় সমাবেশ করার ঘোষণা দেয় জেলা ছাত্রলীগ। সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে শোডাউন দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন এবং সিরাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। SHARES এক্সক্লুসিভ বিষয়: বিএনপিব্রাহ্মণবাড়িয়াসমাবেশ