Breaking News :

" target="_blank">

কসবায় ভ্রাম্যমাণ আদালতে ১৩ মোটরসাইকেল চালককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতে ১৩ মোটরসাইকেল চালককে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কসবা টু নয়নপুর সড়কের বায়েক আলহাজ্ব শাহ্ আলম কলেজের সামনে,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার জানান, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদ বিহীন মোটরযান চালানোর অপরাধে ১৩ অভিযুক্তকে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়,সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।