চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে শিশু গুলিবিদ্ধ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে গণসংযোগের সময় সহিংসতায় মো. মারুফ (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু মারুফ খাগরিয়ার ৫নং ওয়ার্ড এলাকার মো. এয়াকুবের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, খাগরিয়ার জোড়ার কুল এলাকায় বেলা ১১টার দিকে গণসংযোগ করছিলেন মোটরসাকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। এসময় হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায়। গণসংযোগে আসা লোকজন ছুটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে শিশু মারুফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন বলেন, সকাল থেকে গণসংযোগ করছিলাম। জোড়ার কুলে যাওয়ার পরপর নৌকা প্রার্থী আক্তার হোসেনের লোকজন হামলা চালায় আমাদের ওপর। তারা প্রকাশ্যে গুলি ছুড়ছিলো। এসময় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এর আগেও আক্তারের লোকজন আমার অনুসারীদের ওপর হামলা ও বেশ কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমি এ বিষয়ে গতকাল (বুধবার) রাতেও সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি। অভিযোগ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন জাগো নিউজকে বলেন, বাজারে অফিস উদ্বোধনের নামে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন দু-তিনশ সশস্ত্র লোক এনে আমার বাড়িসহ এলাকার লোকজনের ওপর হামলা চালায়। তার ভাড়াটে লোকদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, খাগরিয়া এলাকায় একটা ঝামেলার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন সংবাদ এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে। SHARES চট্টগ্রাম বিষয়: ইউপি নির্বাচনগুলিবিদ্ধচট্টগ্রাম