কসবায় মসজিদে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে যুবক আটক বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে মসজিদে টাকা বিতরণ করে ভোটারদের প্রবাহিত করার অপরাধে মোঃ হোসেন নামের এক যুবককে আটক করেন স্থানীয়রা। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে কাইমপুর ইউনিয়নের চাটুয়াখলা এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক হওয়া হোসেন হলেন,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও কামালপুর গ্রামের কনু মিয়ার ছেলে এবং চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী ভূঁইয়া (চেয়ারম্যান) এর সমর্থক। স্থানীয় জানান, মোঃ হোসেন মিয়া খামের ভেতর টাকা ভরে অটো রিকশা প্রতীকে ভোট চেয়ে টাকা বিতরণ কালে তাকে আটক করেন স্থানীয়রা,এ সময় তাঁর নিকট থেকে ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে হোসেন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তার সাথে থাকা ২৮ হাজার টাকা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে অভিযুক্ত হোসেন মিয়া বলেন, শুক্রবার জুম্মা নামাজের পূর্বে ওই এলাকার কয়েকটি মসজিদের ইমামদের ৫০০ টাকা করে সম্মানী দিতে গিয়েছিলেন তিনি , সে সময় প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার আলম রনির সর্মথকরা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে এ এলাকায় নির্বাচনী আচরণবিধির প্রতিপালন নিশ্চিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস জানান, মসজিদে টাকা বিতরণ করে এলাকার ভোটারদের প্রবাহিত করার অপরাধে হোসেন মিয়াকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও তার সাথে থাকা ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এদিকে আসছে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ ধাপে কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন দুই জন, প্রার্থীরা হলেন, বর্তমান কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ভূঁইয়া ও ইকতিয়ার আলম রনি, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫০১৫ জন। SHARES এক্সক্লুসিভ বিষয়: ইউপি নির্বাচনকসবাকাইমপুর