খুলনায় পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২ পাওনা টাকা আনতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর শেখকে আসামি করে রাতে মামলা করেন শিশুর বাবা। এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিশুকে তার মা একই এলাকার জাহাঙ্গীর শেখের (৫০) কাছে পাওনা টাকা আনার জন্য পাঠান। এসময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন জাহাঙ্গীর। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ চৌধুরী বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। SHARES দেশজুড়ে বিষয়: খুলনাধর্ষনশিশু ধর্ষণ