কুমিল্লায় নিজ ঘরে ব্যবসায়ী গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২

কুমিল্লা নগরীতে নিজ ঘর থেকে গোলাম রাফি সারোয়ার (২৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে নগরীর নূরপুর এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাফি নূরপুর এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে।



কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাফি পেশায় মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। শনিবার তার মা সৈয়দা আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে তিনি একই বাসায় ফেরেন। এরপর রোববার রাত ৯টার দিকে তার মা বাসায় ফিরে ঘরের তাল খুলে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরের দিকে এ খুনের ঘটনা ঘটতে পারে। এখনো হত্যার রহস্য জানা যায়নি। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।