চেয়ারম্যান আল মামুনের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূঁইয়ার মা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এর বড় বোন আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটের সময় বিদ্যানগর শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মৃত আনোয়ারা বেগমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া (জীবন),কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলেমান খান,কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক,বায়েক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, কাইমপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন,কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহরিয়ার ভূঁইয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মৃত আনোয়ারা বেগমের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্থানীয় ও উপজেলার নেতৃবৃন্দরা, এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।