রামুতে ৫ কোটি টাকার ভয়ংকর মাদক আইস ও বার্মিজ ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

এক কেজি ভয়াবহ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও বার্মিজ ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক এ জে এম মাসুম শরিফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবির রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার বিজিডিও-২৮১ সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে পশ্চিম গোয়ালিয়া নামক স্থানে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করার সময় দুজন যাত্রীর কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে এক কেজি ক্রিস্টাল মেথ-আইস জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

মাসুম শরিফ জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা দ্রুত বেশি টাকা আয়ের লোভে আইস বালুখালী থেকে কক্সাবাজার নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে একইদিন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকের মিটার বক্সের নিচে লুকানো অবস্থায় দুই হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। এসময় একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে আটক তিন মাদক কারবারির নাম-পরিচয় জানায়নি বিজিবি