কসবায় বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বায়েক ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে মল্লিকা কনভেনশন হলে বায়েক ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম কানুর সঞ্চালনায় কর্মী সমাবেশেটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কসবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরিফুল হক স্বপন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম,পৌর বিএনপি’র আহবায়ক সালাউদ্দিন শাহিন, সদস্য সচিব আইয়ুম খান, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম,সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

এছাড়ও এসময় উপজেলা ও বায়েক ইউনিয়নের স্থানীয় বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।