১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
ঝিনাইদহ টোল আদায় নিয়ে আ’লীগের দুইপক্ষের সংঘর্ষ, নিহত ২
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার টোল আদায় করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৯ জন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের আখ সেন্টার পাড়ার জীবন (১৮) এবং এলাঙ্গী গ্রামের আক্তার (১৯)।
স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় প্রবেশকারী যানবাহন থেকে টোল আদায় করে আসছিলেন মেয়র সহিদুজ্জামান সেলিমের সমর্থকরা। প্রায় এক মাস আগে একটি গ্রুপ সেখান থেকে বেরিয়ে যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঙ্গে। পরবর্তীতে টোল আদায় নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুজন নিহত হন। আহত হন আরও ৯ জন।