ময়মনসিংহে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার র‍্যাব

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

ময়মনসিংহ সদর উপজেলায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর হাতে মারধরের শিকার হয়েছেন র‍্যাব-১৪’র ৪ সদস্য। এ সময় র‍্যাবের এক সদস্যের পিস্তল, হ্যান্ডকাপ ও এক ম্যাগাজিন গুলি নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে রাতেই অভিযান চালিয়ে পিস্তল ও হ্যান্ডকাপ উদ্ধার করে র‍্যাব।

রোববার (২৯ মে) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীকলদি গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ সরকার জাগো নিউজকে বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে ইউনিয়নের শ্রীকলদি গ্রামে অভিযান চালান র‍্যাবের চার সদস্য। এ সময় জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে র‍্যাব সদস্যদের মারধর করে পিস্তল, হ্যান্ডকাপ ও এক ম্যাগাজিন গুলি নিয়ে যায়। পরে র‍্যাবের সদস্যরা স্থানীয় পরানগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি বলেন, এই ঘটনার পর রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে হ্যান্ডকাপ ও পিস্তল উদ্ধার করে র‍্যাব। তবে গুলি উদ্ধার করতে পারেনি। র‍্যাবের উপর হামলা, মারধর, পিস্তল, গুলি, হ্যান্ডকাপ ছিনিয়ে অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। তবে শেষ পর্যন্ত তিনজনকে আটক করে নিয়ে যায় র‍্যাব।

তবে এ বিষয়ে র‍্যাব-১৪ অধিনায়ক মো. রুকুনুজ্জামান এমএস টিভিকে বলেন, ওই এলাকাটা অনেক ভেতরে। তাই মাদক ব্যবসা সম্পর্কে তথ্য আনতে ওই এলাকায় আমাদের সদস্যরা গিয়েছিল। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে আমাদের কোনো কিছুই হারায়নি। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।