কসবায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েম পুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কায়েম পুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন মেম্বারের সঞ্চালনায় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি,জাহাঙ্গীর মেম্বার,বিদ্যালয়টির প্রধান শিক্ষক চন্দন চন্দ্র ভদ্র,কো-অপ্ট সদস্য হাজী আবু তাহের, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।