ছাগল বিক্রি করতে চাওয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাগল বিক্রি করতে চাওয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে জার্মান মিয়া (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। ঘটনার পর থেকে ছোট ভাই সিয়াম মিয়া (২০) পলাতক রয়েছেন।

বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জার্মান উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক মুন্না এমএসটিভি কে জানান, নিহত জার্মান মিয়া মাদকাসক্ত ছিলেন। গত রাতে মাদকের টাকা যোগাড়ের জন্য বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে জার্মানের বুকে কোপ দেন সিয়াম। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

জহিরুল হক আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ছোট ভাই সিয়াম পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।