Breaking News :

" target="_blank">

লালমনিরহাটে সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে ফেনসিডিলসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

গ্রেফতাররা হলেন- কুচবিহারের শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামের এনামুল মিয়ার ছেলে হাসেন আলী (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই নাগরিককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ও ১ লিটার খোলা ফেনসিডিল জব্দ করা হয়।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।