দেলোয়ার হোসেনের পিতা বাচ্চু মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিতা বাচ্চু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। গেল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিটের সময় পানিয়ারূপ তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন,( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (১৯ আগস্ট) জুম্মা নামাজের পর পানিয়ারূপ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন,কসবা পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছায়েদুল রহমান মানিক, কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ,কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, গোপিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলাউদ্দিন বাবুর পিতা মোহাম্মদ ইদ্রিস মিয়া,উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি এসোসিয়েশনের সভাপতি ডিলার কামাল উদ্দিন মোখলেছ,কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন,আব্দুল মতিন ভূঁইয়া,আবু হানিফ ভূঁইয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন। এরপর নামাযে জানাজা শেষে মরহুমকে পানিয়ারূপে তাদের ব্যক্তিগত কবরস্থানে দাফন করা হয়। SHARES দেশজুড়ে বিষয়: কসবাজানাযা দাফনমৃত্যু