সিত্রাংয়ের তান্ডবে গাছ উপড়ে পড়ে এক পরিবারের ৩ জন নিহত বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে গাছ উপড়ে পড়ে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান মারা গেছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হেশাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন-ও ই এলাকার মো. নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও মেয়ে লিজা আক্তার। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় হেশাখাল ইউনিনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। SHARES দেশজুড়ে বিষয়: কুমিল্লাঘূর্ণিঝড় সিত্রাংনিহত