কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে নিহত এক

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে বসতঘরের ওপর গাছ ভেঙ্গে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে,আহত হয়েছেন তার স্ত্রী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত প্রায় ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

খবর নিয়ে জানা যায়,ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবের সময় জয়নাল আবেদিন (২৬) ও তার স্ত্রী নিপা আক্তার তাদের বসতঘরে ঘুমিয়ে ছিলেন,হঠাৎ পাশের একটি গাছ ভেঙ্গে তাদের বসতঘরে ওপর পড়েন,সে সময় ঘটনাস্থলেই জয়নাল নিহত হন,তার স্ত্রী নিপা আক্তার গুরুতর আহত হয়,বর্তমানে নিপা আক্তার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।নিহত জয়নাল ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে ছিলেন।

এদিকে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গেল রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে জয়নালের ঘরের ওপর একটি গাছ পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়।

এ সময় তিনি আরও জানান, নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।ক্ষতিগ্রস্থ ঘর মেরামত করার জন্য ঢেউটিন দেয়া হবে।