সাংবাদিক সংগঠনের বনভােজন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে MSTV MSTV BD প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ বনভােজন নাগরিক জীবনের একটি মৌসুমি উৎসব বটে, নগর জীবনের প্রতিদিনের নানা ঘাত-প্রতিঘাত,ব্যস্ততা, সংগ্রাম ও দুঃশ্চিন্তা মানব জীবনকে অতিষ্ঠ করে তুলে। তাই এ অতিষ্ঠ জীবন থেকে খানিকটা প্রশান্তি পাওয়ার আশায় শীতের শুরু থেকে বসন্তের শেষ পর্যন্ত চলে বনভােজনের মহােৎসব,ব্যস্ততম জীবনের সব ক্লান্তি-অবসাদ দূর করার আয়ােজন। পৃথিবীর প্রতিটি দেশের ন্যায় এ দেশেও বনভােজন এখন বেশ জনপ্রিয়। যদিও একটা সময় ছাত্র ও বেকারদের মধ্যে এটা সীমিত ছিল, তবে এখন প্রতিটি পেশাজীবী মানুষের পাশাপাশি সাধারণ জনগণও বনভোজনে যাওয়া থেকে কোন অংশে পিছিয়ে নেই। বিশেষ করে বনভােজনে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট দিনে পুর্বনির্ধারিত স্থানে একযােগে মিলিত হয়ে নানা ধরনের আমােদ-প্রমোদ ও এক সাথে আহার করে থাকে। এদিকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে সাংবাদিক ফেডারেশন অফ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফ.বি.জে.ও) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মোর্শেদের নেতৃত্বে বনভোজনের আয়োজন করা হয়। উক্ত বনভোজনের জাতির বিবেক ও সমাজের আয়না একগুচ্ছ সাংবাদিক তাদের পরিবার ও বন্ধুবান্ধবসহ উপস্থিত হয়ে মুন্সীগঞ্জের ঈসা খাঁ’র আমলের বাংলার রাজধানী হিসেবে প্রসিদ্ধ পানাম এলাকায় গিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। যদিও পানাম নগর (Panam City) পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত। পানাম বাংলার প্রাচীনতম শহর, এক সময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে। ছিল মসলিনের জমজমাট ব্যবসা। প্রাচীন সেই নগরীর তেমন কিছু বর্তমানে আর অবশিষ্ট নেই। এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো। World Monument Fund ২০০৬ সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। ঈসা খাঁর আমলের বাংলার রাজধানী হিসাবে প্রসিদ্ধ ছিল পানাম নগর। যদিও বড় নগর,খাস নগর,পানাম নগর -প্রাচীন সোনারগাঁওয়ের এ ৩ নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয় ও ব্যস্ততম। এখনো এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। ঢাকার নিকটবর্তী মাত্র প্রায় ২৭ কি.মি দক্ষিণ-পূর্বে নারায়নগঞ্জের পাশে সোনারগাঁওয়ে অবস্থিত এই নগর। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠেছিল। ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ছিল বলেও জানা গেছে। আরও জানা যায়, ১৪০০ শতাব্দীতে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল,যেখানে পৃথিবীর নামি-দামি শিক্ষকরা পড়াতে আসতেন। এখানে একটি ভৃত্য বাজারও ছিল। পানাম নগরী এর দুই ধারে ঔপনিবেশিক আমলের মোট ৫২টি স্থাপনা রয়েছে। এর উত্তরদিকে ৩১টি এবং দক্ষিণদিকে ২১টি স্থাপনা অবস্থিত। স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ করা যায়। পানাম নগরী নিখুঁত নকশার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই কূপসহ আবাস উপযোগী নিদর্শন রয়েছে। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে খাল ও পুকুরের অবস্থান লক্ষ করা যায়। এখানে আবাসিক ভবন ছাড়াও উপাসনালয়, গোসলখানা, পান্থশালা, দরবার কক্ষ ইত্যাদি রয়েছে। পানাম নগরের আশে পাশে আরো কিছু স্থাপনা আছে যেমন- ছোট সর্দার বাড়ি, ঈশা খাঁর তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুর বাড়ি, পানাম নগর সেতু ইত্যাদি। এছাড়াও চমৎকার একটি লোকশিল্প যাদুঘর রয়েছে এখানে। শহরের কোলাহল থেকে দূরে গাছপালা ঘেরা সবুজের সবুজের অরণ্যে অবস্থিত। প্রাচীন এ নগরীতে বাস, মাইক্রোবাস,লঞ্চ ইত্যাদিযােগে যাতায়াত করতে পারে। আসা যাওয়ার পথে লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় কেউ মাইকে গান গেয়ে,কেউ কৌতুক করে,গল্প করাসহ নানা আনন্দ-উৎসবে মধ্য দিয়ে গন্তব্যে আসা যাওয়া করছে। প্রাচীন এই নগরীতে কিছু সময় ঘােরাফেরা,দুপুরে সবাই একসাথে খাওয়া-দাওয়া করে সন্ধ্যার পূর্বেই আবার বাড়ি ফেরে। নাগরিক জীবনের বিসাদ দূর করে অন্তত কিছু সময়ের জন্য হলেও বনভােজন মনে-প্রাণে এক অনাবিল স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনে। এরই অংশ বিশেষ বনভোজনে অংশ নেন বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা প্রেসক্লাবসহ সকল সাংবাদিক সংগঠনগুলো। উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও উপদেষ্টা মনোনীত হলেন যারা- এস এম মোরশেদ,সম্পাদক – অপরাধ বিচিত্র, (ঢাকা) উপদেষ্টা -এ আর এম জাফরুল্লাহ চৌধুরী – বিশিষ্ট সমাজ সেবক,(ঢাকা), উপদেষ্টা – জুনায়েদ শিকদার তপু – বিশিষ্ট সাংবাদিক ও তরুন সমাজ সেবক, (কুমিল্লা সদর),উপদেষ্টা – মোঃ আতিকুর রহমান আতিক – বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক, (কুমিল্লা সদর দক্ষিণ), উপদেষ্টা – লায়ন মেরাজ – বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক, (ঢাকা), উপদেষ্টা – আতিক সেলিম রুবেল – বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক,(কুমিল্লা সদর),উপদেষ্টা – মোঃ আব্দুল হান্নান – বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তরুন সমাজ সেবক,(কুমিল্লা সদর দক্ষিণ) জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর সাংগঠনিক কেন্দ্রীয় কমিটিতে যারা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন তারা হলেন -প্রতিষ্ঠাতা সভাপতি -এম শাহীন আলম – অপরাধ বিচিত্রা (কুমিল্লা, বর্তমান অবস্থান ঢাকায়)। সহ সভাপতি মনোনীত হলেন যারা :সিনিয়র সহ-সভাপতি – মো : সোহাগ সর্দার – দৈনিক সোনার বাংলাদেশ (খুলনা ) সহ সভাপতি – আরিফ সেলিম ওপেল – দৈনিক শ্রমিক ( কুমিল্লা সদর),সহ – সভাপতি – মোঃ আবদুল আলী – দৈনিক আমাদের নতুন সময় ( গুইমারা উপজেলা খাগড়াছড়ি ) সহ সভাপতি – মোহাম্মদ আব্দুল ওয়াদুদ – দৈনিক দেশ বাংলা ( ঢাকা ),সহ-সভাপতি -হালিম সৈকত – দৈনিক ভোরের কাগজ ( কুমিল্লা তিতাস ),সহ-সভাপতি – শাহ্ ফয়সাল কারীম – দৈনিক আমাদের নতুন সময় ( কুমিল্লা সদর দক্ষিণ ) ,সহ সভাপতি -রফিকুল ইসলাম শিকদার জাহাঙ্গীর – দৈনিক ঢাকার কন্ঠ ( ঢাকা ),সহ সভাপতি – মুজিবুর রহমান রানা – দৈনিক আমাদের মাতৃভূমি – (কুমিল্লা) সহ সভাপতি – মোঃ মহিদুল ইসলাম শাহীন – দৈনিক আমার সংবাদ ( খুলনা বটিয়াঘাটা) সহ-সভাপতি – মোঃ জনি – সাপ্তাহিক বর্নমালা – (ঢাকা, শ্যামপুর ), সহ সভাপতি – জসিম উদ্দিন পাটোয়ারী – অপরাধ বিচিত্রা( ভোলা, চরফ্যাশন),ভার-প্রাপ্ত সাধারণ সম্পাদক :মোঃ আবদুল আলী – দৈনিক আমাদের নতুন সময় ( গুইমারা উপজেলা খাগড়াছড়ি ) যুগ্ম সাধারণ সম্পাদক -১ আব্দুল্লাহ আল মানছুর – দৈনিক মুক্ত খবর ( কুমিল্লা সদর) যুগ্ম সাধারণ সম্পাদক – লাতিফুল সাফি ডায়মন্ড – অপরাধ বিচিত্রা ( নীলফামারী – কিশোরগঞ্জ), যুগ্ম সাধারণ সম্পাদক – মতিন খন্দকার টিটু – অপরাধ বিচিত্রা ( বগুড়া সদর ), যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ রিয়াজ উদ্দিন রানা – দৈনিক বাংলাদেশ সমাচার (কুমিল্লা বরুড়া), যুগ্ম সাধারণ সম্পাদক – কাজী মামুন – ডেইলি প্রেজেন্ট টাইমস ( পটুয়াখালী ), যুগ্ম সাধারণ সম্পাদক – জায়ফুল্লাহ্ খন্দকার – দৈনিক আলোকিত সকাল – (কুমিল্লা সদর) যুগ্ম সাধারণ সম্পাদক – কাজী রবি – অপরাধ বিচিত্রা – (কুমিল্লা সদর ) ভারপ্রাপ্ত – সাংগঠনিক সম্পাদক -এম এ কাদের অপু – আনন্দ টিভি ( কুমিল্লা লাকসাম ), সহ- সাংগঠনিক সম্পাদক – (১)এম এ কাদের অপু – আনন্দ টিভি ( কুমিল্লা লাকসাম ), সহ- সাংগঠনিক সম্পাদক – ফখর উদ্দিন ইমন – দৈনিক সকালের সময় ( কুমিল্লা চৌদ্দগ্রাম),সহ – সাংগঠনিক সম্পাদক – সফিকুল ইসলাম – দৈনিক সংবাদ মোহনা ( ঢাকা আশুলিয়া ), সহ সাংগঠনিক সম্পাদক – আকবর রেদওয়ান মনা – দৈনিক শ্যামল সিলেট – ( সিলেট কোম্পানিগঞ্জ), সহ সাংগঠনিক সম্পাদক – মোঃ সিদ্দিকুর রহমান – আশুলিয়া সহ সাংগঠনিক সম্পাদক – রাজিবুল করিম রোমিও – দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ( পাবনা)সহ সাংগঠনিক সম্পাদক -খাইরুজ্জামান সজীব – দৈনিক দিন প্রতিদিন (ঢাকা,উওরা) বাহাদুর চৌধুরী – সময়ের অপরাধ চক্র ( ভোলা চরফ্যাশন),পরিদর্শক (১) -মোঃ জাকির হোসেন সুমন – দৈনিক তরুন কন্ঠ (সিলেট), পরিদর্শক (২) – এম এ মান্নান – অপরাধ বিচিত্রা – কুমিল্লা জেলা প্রতিনিধি।পরিদর্শক (৩) – মোঃ খোরশেদ আলম – অপরাধ বিচিত্রা – কুমিল্লা লাকসাম উপজেলা প্রতিনিধি, পরিদর্শক (৪) – মোঃ হুমাউন – ভোলা বোরহান উদ্দিন,পরিদর্শক (৫) -মোঃ সুজন আহাম্মেদ রাজ, জাতীয় দৈনিক মাতৃজগত ( রাজশাহী),ধর্ম বিষয়ক সম্পাদক -আব্দুল্লাহ আল মামুন – দৈনিক আশ্রয় প্রতিদিন ( যশোর),অর্থ সম্পাদক -মোঃ রিপন মিয়া – দৈনিক রূপবানী – ( ঢাকা আশুলিয়া),সহ অর্থ সম্পাদক – মোঃ জাহাঙ্গীর হোসেন – দৈনিক বাংলাদেশ সমাচার ( খুলনা দাকোপ ), আইন বিষয়ক সম্পাদক – এডভোকেট মোঃ মোতালেব হোসেন – দৈনিক সংগ্রাম ( আশুলিয়া ,ঢাকা ),দপ্তর সম্পাদক-অনিক চন্দ্র দাস – অপরাধ বিচিত্রা ( ঢাকা ) ,সহ দপ্তর সম্পাদক -ফয়ছল কাদীর – দৈনিক ভোরের সময় – (সিলেট শাহপরান ),তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – রবিউল আলম – দৈনিক আমার সংবাদ ( গাজীপুর),প্রচার ও প্রকাশনা সম্পাদক -মোহাম্মদ হাসান আলী – দৈনিক দেশ প্রতিদিন ( চাঁপাইনবাবগঞ্জ), সহ- প্রচার সম্পাদক – আরমান খান – দৈনিক রূপবানী ( ঢাকা) ,সাংস্কৃতিক সম্পাদক – রিয়াজ উদ্দীন – বাংলাদেশ সমাচার ( খুলনা সদর ),ক্রীড়া সম্পাদক – এম এ মান্নান – অপরাধ বিচিত্রা ( কুমিল্লা , বি-পাড়া), মহিলা বিষয়ক সম্পাদিকা – মিলি সিকদার -দৈনিক চিএ (ভোলা),সহ মহিলা সম্পাদিকা – মঞ্জিলা আক্তার আশা -(আশুলিয়া),সহ মহিলা সম্পাদিকা – সাগরিকা আক্তার মৌসুমী – ( ঢাকা ) কার্য নির্বাহী সদস্যদেৱ মধ্যে উপস্থিত ছিলেন এম জাফরান হারুন – দৈনিক খবর বাংলাদেশ ( পটুয়াখালী বাউফল), মোঃ খোরশেদ আলম – অপরাধ বিচিত্রা (কুমিল্লা চৌদ্দ গ্রাম)জুয়েল আহমেদ – কুমিল্লা সদর দক্ষিণ ,ইসমাঈল হোসেন সাগর – কুমিল্লা সদর ,শাহীনুর আলম সরকার – গাজীপুর ,মামুন আলম রিপন – কুমিল্লা লাকসাম ,মোঃ আব্বাস উদ্দিন – দৈনিক বাংলা খবর – ( ফেনী সদর),এমরান হোসেন রিটন – মেঘনা – কুমিল্লা,শাহজাহান খাঁন – দৈনিক ডিজিটাল প্রতিদিন ( গাজীপুর টঙ্গী ),মোঃ হাদিসুর রহমান – দৈনিক বাংলাদেশ সংবাদ ( জয়পুরহাট),মোঃ জাহাঙ্গীর আলম – দৈনিক গণ মানুষের আওয়াজ ( মানিকগঞ্জ),এমদাদুল হক – দৈনিক বাংলাদেশ সমাচার ( জামালপুর),মোঃ লুৎফর রহমান লিটন- দৈনিক মাতৃজগত( সিরাজগঞ্জ), মোঃ নূর মোহাব্বত সরকার – দৈনিক বাংলাদেশ বুলেটিন (গাইবান্ধা পলাশ বাড়ী), আবু জার গিফারী – দৈনিক খবর চিএ ( যশোর কেশবপুর),মোঃ ইলিয়াস হুসাইন – দৈনিক খবরের আলো ( পাবনা সাঁথিয়া),মোঃ ইফাজ খাঁ – দৈনিক আজকের পএ,মোঃ মনির হোসেন – দৈনিক বাংলা খবর ( আশুলিয়া ),মোঃ সুজন মাহমুদ- দৈনিক আজকালের খবর-( যশোর ঝিকরগাছা),রবিউল ইসলাম – দৈনিক আজকের বসুন্ধরা ( গাজীপুর),দিদারুল আলম জিসান – দৈনিক গণ জাগরণ (কক্সবাজার),মোঃ নাজমুল হাসান নাজির – দৈনিক একুশের বানী , আ স ম আবু তালেব – দৈনিক বাংলাদেশ সমাচার ( মুন্সিগঞ্জ লৌহজং),জামাল হোসেন – দৈনিক আজকের সংবাদ ( বরিশাল ),মোঃ আব্দুল ওহাব – দৈনিক বাংলা খবর – (খাগড়াছড়ি গুইমারা) নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যারা – এইচ এম ইয়ামিন হুসাইন- দৈনিক বাংলাদেশ সংবাদ ( কুমিল্লা),জাহাঙ্গীর আলম – দৈনিক গণমানুষের আওয়াজ ( মানিক গঞ্জ),শিবলী সাদিক – দৈনিক ভোরের পাহার ( রাজশাহী),জাহাঙ্গীর আলম – দৈনিক দেশ সেবা ( পঞ্চগড় দেবী গঞ্জ),মোঃ জসিম উদ্দিন – দৈনিক বিশ্ব মানচিত্র (হবিগঞ্জ),আবু তালেব – দৈনিক চলনবিলের খবর,ইমাদুল ইসলাম – দৈনিক সকলের বার্তা -( যশোর অভয়নগর) ইউসুফ আলী – বি ভি সি বাংলা টিভি ( বরিশাল হিজলা),তাহেরুল ইসলাম তামিম – দৈনিক সময়কাল ( রানী শঙ্খল),কামরুল ইসলাম – সাপ্তাহিক বুলেটিন ( মানিক গঞ্জ),লিটন রায় -অপরাধ বিচিত্রা -(খুলনা সদর),মোঃ কাউসার তুষার – সময়ের কন্ঠ,(কুমিল্লা সদর),মোঃ জাহিদ হোসেন – দৈনিক ঢাকা প্রতিদিন (দিনাজপুর) প্রমূখ। SHARES সংগঠন সংবাদ বিষয়: FBJOঅপরাধ বিচিত্রাএফ বি জে ওপানাম নগরমুন্সিগঞ্জসাংবাদিক সংগঠন