বিএসএফের বাধায় বন্ধ থাকা দুটি রেলওয়ে স্টেশন ও একটি সেতুর কাজ খুব শীঘ্রই শুরু হবেঃ ডিজি MSTV MSTV BD প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩ অবশেষে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের সীমান্ত গ্যাসা নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ পুনরায় খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। বুধবার (১ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় ডিজি বলেন, আসলে এটি আমাদের একটা জাতীয় প্রোজেক্ট, অনেকদিন হয়েছে এ কাজটা শুরু হয়েছে,মাঝখানে কিছু অংশ সীমান্তের দেড়শ গজের মধ্যে পড়ে যাওয়ায় এটার মধ্যে বিএসএফ থেকে একটা অবজেকশন আসছিল ,সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি,বিশেষ করে আমি নতুন করে বিজিবি’র মহাপরিচালক হয়ে আসার পরে,এগুলো জানার পর চেষ্টা করছি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আমাদের এই জাতীয় প্রজেক্টটিকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় । তিনি আরো বলেন, এছাড়াও আমাদের মন্ত্রণালয় ও আরো উপরস্থ পর্যায়েও আমরা যোগাযোগ করেছি, আমি মনে করি অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা সমাধান হবে। এর পূর্বে ভারত-বাংলাদেশ সীমান্তের দেড়শ গজের ভেতরে দাবি করে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা অংশের নির্মাণাধীন একটি রেলওয়ে সেতুসহ দুটি আধুনিক রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, কোনো একটা জীবন মেরে ফেলুক, এটা কারোরই কাঙ্ক্ষিত না। তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায় সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়। বিজিবি মহাপরিচালক বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সে আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করেছি। এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারতো। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আনতে পারি। মাদক চোরাচালান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক কারবারী ও চোরাচালান বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিরো টলারেন্স। আমাদের নিকটও এ বিষয়ে কোনো ছাড় নেই। আমরা চাইনা আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাক। যে কোনো মুল্যে মাদক ব্যবসাকে রুখতে হবে। এ বিষয়ে আমার পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। এর পূর্বে তিনি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় বিজিবি মহাপরিচালকের সঙ্গে সরাইল রিজিউনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো.শহিদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম মোঃ সামসুদ্দিন রানা, ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আশিক হাসান উল্লাহ ও রেলওয়ে প্রকল্প পরিচালক মো.সুবক্তগিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: ডিজিঢাকা-চট্টগ্রামবিএসএফবিজিবিরেল সেতুরেলওয়ে স্টেশন