যদি অর্থ বরাদ্দের প্রয়োজন হয়,তাও আমরা দিবো:-প্রধানমন্ত্রী

MSTV MSTV

BD

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেছেন,আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গবেষণায় ফেলোশিপ দিক, আমি চাই। যদি অর্থ বরাদ্দের প্রয়োজন হয়,তাও আমরা দিবো।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,গবেষণা করতেই হবে। কারণ গবেষণা ছাড়া কোনো বিষয়ে উৎকর্ষ সাধন সম্ভব নয়।এসময় তার সরকারের আমলে গবেষণায় বরাদ্দের চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি,উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।