১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
কসবায় ইউনিয়ন পরিষদের সামনে গবাদি পশুর পচা গলা মৃতদেহ ভাসছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সামনে সালদা নদীর পানিতে ভেসে রয়েছে মৃত গবাদি পশু। পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। পানি ও বাতাসের দূষিত গন্ধে দুর্বিষহ করে তুলেছে স্থানীয়দের।
শুক্রবার( ৩ মার্চ) বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাকের ডগায় সালদা নদীর তীরে গবাদি পশুর অর্ধ গলিত মৃতদেহ পরে রয়েছে, এটি এখান থেকে সরানো বা মাটিতে পুঁতে দেয়ার মত যেন কেউ নেই। ফলে গবাদিপশুর মৃতদেহ পচে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছু এক স্থানীয় বাসিন্দা এমএস টিভিকে জানান, গেল বেশ কয়েকদিন যাবত এ গবাদি পশুর মৃতদেহটি এখানে আটকা পড়ে পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, কেউ এ বিষয়ে আমাকে জানায়নি,এখন আপনার থেকে জানলাম,আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।